ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে আইনজীবীর মাধ্যমে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক দশ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানের এমডি মো. আশশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।
ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
জানা যায়, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগটি দায়ের করা হয়।