‘যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্পর্ক আঞ্চলিক শান্তি নষ্ট করেছে’
১২ অক্টোবর ২০২১ ১৭:২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী নীতি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সামরিক সম্পর্ক মোকাবিলায় নিজ দেশের সমরাস্ত্রের উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশ দু’টির মধ্যকার সম্পর্ক কোরিয়ান উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরা।
মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা উন্নয়ন প্রদর্শনীতে দেওয়া ভাষণে কিম জং উন এসব কথা বলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম তার ভাষণে বলেন- যুদ্ধ করার জন্য নয়, পিয়ংইয়ং কেবল আত্মরক্ষায় তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বারবার ইঙ্গিত দেয় যে, তারা আমাদের দেশের জন্য শত্রু নয়, কিন্তু এটা বিশ্বাস করার মতো কোনো আচরণগত ভিত্তি নেই।’
কিম আরও বলেন, ‘আগামী প্রজন্মের জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমাদের প্রথমে শক্তিশালী হতে হবে। আমরা বিগত ১০, ৫ ও ৩ বছর ধরে দেখছি, আমাদের দেশ বিভিন্নভাবে সামরিক হুমকির মুখোমুখি হচ্ছে।’
কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা ‘যুক্তরাষ্ট্রের কারণে’ সহজে সমাধান হবে না বলেও উল্লেখ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
সারাবাংলা/এনএস