Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমি পেস্টিসাইডসের আইপিও‘র আবেদন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১৯:৫০

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া একমি পেস্টিসাইডসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ শেষ হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

বিজ্ঞাপন

সর্বশেষ কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ১৬.৮৪ টাকা। ওই সময়ের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) শূন্য দশমিক ৪৮ টাকা।

উল্লেখ্য, একমি পেস্টিসাইডস পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

সারাবাংলা/জিএস/পিটিএম

আইপিও

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর