Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুৎফর হাসান ও অবন্তী সিঁথির ‘কেমন আছো বন্ধু তুমি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ২০:৫২

‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসানের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন ‘শিস বালিকা’খ্যাত অবন্তী সিঁথি। সম্প্রতি এই গানের অডিও-ভিডিও সম্পন্ন হয়েছে। গানের কথা ও সুর লুৎফর হাসানের। সঙ্গীত আয়োজনে আমজাদ হোসেন। ভিডিও পরিচালনা করেছেন শান সায়েক।

লুৎফর হাসান বলেন ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, তার মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।’

অবন্তী সিঁথি এর আগে লুৎফর হাসানের কথায় বিচ্ছিন্নভাবে গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম । শান সায়েক কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত থাকলেও ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু তাদের এই গানের মাধ্যমেই।

বিজ্ঞাপন

‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি প্রকাশ পাবে লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর