Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানে ডাকাতি, আহত ২ জন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ২২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর শ্যামলীতে ইডেন অটো নামে একটি মোটরসাইকেলের শো রুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ছুরিকাঘাতে আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শো রুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (২৭) এবং হেডমিস্ত্রি নূরন্নবী হাসান (২৬)।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের বিপরীত পাশের ভবনে দ্বিতীয় তলার শো রুমে এই ঘটনা ঘটে।

শো রুমটির একাংশের মালিক আব্দুল খালেক জানান, সন্ধ্যায় ১০-১২ জন শো রুমে ঢুকে পড়ে। তারপর তারা দুই জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ক্যাশ ছিনিয়ে নিয়ে যায়। তাদের সবার হাতেই চাপাতি ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, আহত দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ওয়াদুদের বাম পায়ে এবং নুরুন্নবীর বাম কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর।

শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, ওই দোকানে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে থাকা দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছে। তবে প্রতিষ্ঠান লোকজন বলছে, তাদের আনুমানিক সাড়ে চার লাখ টাকা খোয়া গেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর