Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে ১৩% বেশি মেয়ে বাল্যবিয়ের শিকার: এনসিটিএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ০৪:০২

রাঙ্গামাটি শাখা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে বাল্যবিয়ে ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরা হয়

রাঙ্গামাটি: করোনাভাইরাস সংক্রমণকালীন দেশে আগের তুলনায় দেশে ১৩ শতাংশ বেশি শিশু বাল্যবিয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে শিশু বিষয়ক সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)। সংগঠনটি বলছে, বিশেষত দেশের উত্তরাঞ্চলে বাল্যবিয়ের সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে সংগঠনটির রাঙ্গামাটি জেলা কমিটি এক সংবাদ সম্মেলনে এ চিত্র তুলে ধরেছে। সকাল ১১টায় রাঙ্গামাটি শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফ’র রাঙ্গামাটির সাধারণ সম্পাদক প্রিয়ন্তী ত্রিপুরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন প্রিয়ন্তী ত্রিপুরা জানান, দেশে দিন-দিন বাল্যবিয়ে ছাড়াও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ বাড়ছে। এনসিটিএফ’র মনিটরিং রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৪ মাসে সারাদেশে ৫৮৪টি শিশু নানাভাবে নির্যাতনে শিকার হয়েছে। এর মধ্যে গত এক বছরে বাল্যবিয়ের শিকার হয়েছে ২৩১টি শিশু।

প্রিয়ন্তী ত্রিপুরা বলেন, পত্র-পত্রিকা খুললেই আমরা শিশু নির্যাতন, শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ের খবর প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। শিশু ধর্ষণের ঘটনায়ও উদ্বেগজনকহারে বেড়ে চলছে। এসব বিষয় নিয়ে আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়ছি।

প্রিয়ন্তী বলেন, এনসিটিএফ সারাদেশের শিশুদের পক্ষ থেকে প্রচলিত বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এবং শিশু আইন-২০১৩-এর সঠিক ও কার্যকর বাস্তবায়ন চায়। আমরা এর মাধ্যমে শিশু নির্যাতনকারী ও বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যেন ভবিষ্যতে কেউ শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ’র রাঙ্গামাটির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সালেহ আহমেদ, জয়ন্তী ত্রিপুরা, শিশু সাংবাদিক জিসান হোসেন ও শিশু গবেষক সানজিদা আক্তারসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

এনসিটিএফ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স বাল্য বিয়ে শিশু নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর