Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১০:০৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৪:১৩

গাজীপুর: শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। দুই বছর বয়সী শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে।

জানা গেছে, বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার কাটাপুল এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে নিজের মেয়েকে নিয়ে ঝাঁপ দেন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। ওই নারীর পরিচয় জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

আত্মহত্যা ট্রেনের নিচে ঝাঁপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর