Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া হবে ১৪ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৮:৪৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছিলেন শিশুদেরকে ভ্যাকসিন দিতে হবে। সে লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই ভ্যাকসিনের একটি টেস্ট রান শুরু করব।’ এ দিন যারা ভ্যাকসিন নেবে তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

অধ্যাপক খুরশীদ বলেন, ‘আপনারা এর আগেও দেখেছেন, আমরা যেকোনো ভ্যাকসিন দেওয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি। তারপর ফাইনাল কাজে নামি। টেস্ট রানের জায়গা হিসেবে মানিকগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। এটা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনি এলাকা। সেখান থেকে এবারের এই কার্যক্রম শুরু করছি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দুটো সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি এবং তাদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেব। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে এটা শুরু করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার পর শিশুদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করব। দেখব তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না। তারপর ঢাকায় আমরা বড় আকারে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করব।’

সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

সারাবাংলা/এসবি/পিটিএম

ভ্যাকসিন স্কুল শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর