বিমানবন্দরে নমুনা পরীক্ষায় অব্যবস্থাপনার দায় নিচ্ছে না ডিজি হেলথ
১৩ অক্টোবর ২০২১ ১৯:০০
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ও বিদেশগামীদের নমুনা পরীক্ষার অব্যবস্থাপনার কথা বলে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়েছে কিছুদিন আগে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এটা বেসামরিক বিমান কর্তৃপক্ষ এবং বৃহত্তরভাবে বলতে গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে আমাদের কাজ করার কোনো সুযোগ নেই।
বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
এর আগে, প্রবাসীদের নমুনা পরীক্ষা নিয়ে নানা রকমের অভিযোগ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ সময় তারা অব্যবস্থাপনার জন্য দায়ী করে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে।
বুধবার সেসব বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘সম্ভবত দুই থেকে তিন দিন আগে ঢাকা এয়ারপোর্টে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্টের অব্যবস্থাপনার কথা বলে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়েছে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে বিদেশগামী যাত্রীদের টেস্টের বিষয়ে যাদের দায়িত্ব ছিল, তারা সেই সময়ে সেই কাজটি করেননি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল নমুনা পরীক্ষার ব্যবস্থা করা। আমরা টেস্টের ব্যবস্থা করে দিয়েছি। বাকি দায়িত্ব বা বাকি যে ব্যবস্থাপনা— যাত্রীরা কখন আসবেন, কীভাবে আসবেন, কীভাবে তারা প্লেনে উঠবেন, কোন জায়গায় যাবেন, কোথায় বসবেন, এটা নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নয়। এটা বেসামরিক বিমান কর্তৃপক্ষ এবং বৃহত্তরভাবে বলতে গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘এখানে আমাদের কাজ করার কোনও সুযোগ নেই। এই কথাটা আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিলাম। আমরা সবিনয়ে এটুকুই কেবল বলতে চাই, এখনও পর্যন্ত ওখানে যেসব চিকিৎসক এ কাজ মনিটর করছেন, সেই চিকিৎসকদের বিশ্রামের কোনো জায়গাও ঠিক করে দেওয়া হয়নি। এমনকি সেখানে কাজ করার সময় তারা যেখানে বসে বিষয়টি তদারকি করবেন, সেটাও ঠিক করা হয়নি।’
সারাবাংলা/এসবি/পিটিএম