Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল টাকার মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু, সাক্ষ্য ২১ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৭:২১

আদালতে শামীমা নূর পাপিয়া

ঢাকা: জাল টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ২১ নভেম্বর এই মামলায় সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মামলায় আরও যে দু’জন আসামির বিরুদ্ধে বিচারকাজ চলবে, তারা হলেন— পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর। পাপিয়া দম্পতির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন অভিযোগ গঠনের শুনানির আগে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

২০২০ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজমুল হক চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়। গত বছর ২৩ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন র‌্যাব-১-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সফিকুল ইসলাম।

চলতি বছরের ২২ আগস্ট দেশি জাল টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলায় অভিযোগ গঠন করেছিলেন আদালত।

ফাইল ছবি

সারাবাংলা/এআই/টিআর

জাল টাকার মামলা মফিজুর রহমান শামীমা নূর পাপিয়া সুমন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর