Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ ক্ষমতায় আছে বলেই বিশৃঙ্খলা ছাড়া ধর্ম পালন করা যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ২১:৩৫

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই যার যার ধর্ম কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া পালন করতে পারছে। এদেশে বিএনপি-জামায়াত জোট বারে বারে সাম্প্রদায়িক সম্প্রী‌তি নষ্টের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। মৌলবাদের স্থান পৃথিবীর কোথাও নেই। তারা সারা দুনিয়ায় আজ ঘৃণিত, উপেক্ষিত। অতীতের মতো আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ত্যাগ করে যাবে। নির্বিঘ্নে সবাই মি‌লে ধর্মীয় উৎসব পালন কর‌তে হ‌বে।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদা‌য়ের সব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপল‌ক্ষে বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন এলাকার ৪টি পূজামন্ডপ পরিদর্শনকালে তি‌নি এসব কথা বলেন।

হা‌ছিনা গাজী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাই সকল ধর্মের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে এবারে দুর্গোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো প্রকার আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। শারদীয় দূর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। দেশের উন্নয়নের লক্ষ্যে ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়াসহ অনেকে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর