Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া কোম্পানি খুলে প্রতারণা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ২৩:২৭

নারায়ণগঞ্জ: শহরের চাষাড়া ও জেলার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় প্রতারণার উদ্দেশ্যে ভুয়া কোম্পানি খুলে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল দুটি প্রতিষ্ঠান। এই উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আসছিল তারা।প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধব‌ার (১৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব -১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব -১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। গ্রেফতারকৃতরা হল এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম ও এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রায়হান মিয়া।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় প্রতারণারমূলক দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সহজ সরল লোকদের থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল। প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম, সীল, এটিএম কার্ড, অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয়-ব্যায়ের রেজিস্টার বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/আরএফ/

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর