Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ০০:০৯

বগুড়া: জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিক্ষুদ্ধ একটি অংশ নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন করেছে।

তারা নুতন কমিটি গঠনের ক্ষেত্রে অনৈতিকতা ও অগঠনতান্ত্রিক পন্থার আশ্রয় নেওয়াসহ কমিটি গঠনে কাউন্সিলরদের মতামতকে না নেওয়ার অভিযোগ আনেন। ঘোষিত নতুন কমিটিকে তারা অবৈধ বলে উল্লেখ করেন।

এর আগে, ২ অক্টোবর বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি গঠনের পর থেকেই মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। কমিটি গঠনের ৪ দিন পরে এর বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত হয়। মামলা দায়ের করেন মহিলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কিমিটির সাধারণ সম্পাদক ও পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী সুরাইয়া নিগার সুলতানা ডরথী।

বুধবার (১৩ অক্টোবর) সাতমাথায় অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়র মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, অগণতান্ত্রিকভাবে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে ছিলেন না এমন একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বক্তারা বলেন, তারা অবৈধভাবে গঠিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর