Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৫:৪৩

বরিশাল: মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় মেঘনা নদীতে অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাতে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে পালাতে থাকে। এ সময় কোস্টগার্ডের টহল দল তাদের ধাওয়া করে রাত সাড়ে ১২টার দিকে আটক করে।

নৌকাটিতে তল্লাশি করে চারটি রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত মালামালসহ আটক ১০ ডাকাতকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর