Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংখ্যালঘু ভাববেন না, আপনারা আমাদের আপনজন: প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২১ ১৭:১৪

ফাইল ছবি

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা সংখ্যালঘু, অন্যরা সংখ্যাগরিষ্ঠ; এরকমটি ভাববেন না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পূর্ণ স্বাধীনতা নিয়ে থাকবেন, আপনারা আমাদের আপনজন।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। গণভবন থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা এদেশের নাগরিক, আপনারা অন্যদের চেয়ে সম-অধিকার পাবেন। নিজ স্বাধীনতা নিয়ে ধর্মীয় উৎসব উদযাপন করবেন। ইসলাম ধর্ম বিভেদের কথা বলে না। ইসলাম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে মানুষ যার যার ধর্ম পালন করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ ধর্মান্ধ বলে তারা দ্বন্দ্ব সৃষ্টি করে। এটি শুধু মুসলমানদের মধ্যে না, সব ধর্মের মধ্যেই এই ধর্মান্ধতা রয়েছে। তারা সব সময় একটা গোলমাল, একটা কিছু করার চেষ্টা করে। আমরা যদি সকলেই এক হয়ে চলি, নিশ্চয়ই তারা ক্ষতি করতে পারবে না।’

কুমিল্লার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। যারা জড়িত; সে যে ধর্মেরই হোক না কেন খুঁজে বের করা হবে। এখন তো তথ্য-প্রযুক্তির যুগ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা অপরাধীদের এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে কেউ এরকম করতে আর সাহস না পায়।’

তিনি বলেন, ‘গতবার করোনার কারণে পূজা সীমিত পরিসরে হয়েছিল। এবার করোনার প্রকোপ কমে আসায় মণ্ডপের সংখ্যাও বেড়েছে। গতবারের চেয়েও ১ হাজার ৯০৫টি মণ্ডপ বেড়েছে।’

বিজ্ঞাপন

‘এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। মন্দিরগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। স্থায়ী মন্দিরের পাশাপাশি যখন অস্থায়ী মণ্ডব তৈরি হয় তখনই কিছু লোক সুযোগ নেয়। পূজা উদযাপন পরিষদসহ যারা আছেন তারা মণ্ডপ স্থাপনের বিষয়টি যেন মনিটরিং করেন। কোথায় কতগুলো মণ্ডপ হবে এ সংখ্যা তারা নির্ধারণ করে দিতে পারেন। আশা করি তারা বিষয়টি ভাববেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অনুরোধ করব তারাও যেন মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করেন। আমি চাই দেশের মানুষ সুন্দরভাবে উৎসব উদযাপন করুক। তারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন সেটিই আওয়ামী লীগের লক্ষ্য। কেননা আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য।’

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ পূজামণ্ডপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর