Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলকা সেতুর কাজ শেষ, স্বাভাবিক হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৯:২৫

স্বাভাবিক হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ: নলকা সেতুর সংস্কার কাজ শেষ টানা তিনদিন ভয়াবহ যানজটের পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের ৩টি মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান সালেক এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নলকা সেতুর কাজ শেষ হয়েছে। এখন উভয় লেনে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ কমতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু স্থানে যানবাহনের ধীরগতি রয়েছে।’

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর নলকা সেতুর সংস্কার কাজ শেষ হওয়ার পর দু’টি লেনই চালু হয়। এরপর থেকে যানজট কমতে শুরু করে। সন্ধ্যার মধ্যে পুরো মহাসড়ক স্বাভাবিক হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘এখনও মহাসড়কের গাড়িগুলো ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। আশা করছি ১ ঘণ্টার মধ্যেই মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে সংস্কার কাজ চলমান থাকায় মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে যানজট শুরু হয়। রাতভর তীব্র যানজট ধীরে ধীরে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল থেকে নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিমরুল থেকে বগুড়া সড়কের ভুইয়াগাঁতী পর্যন্ত ৪৫ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এমও

নলকা সেতু বঙ্গবন্ধু সেতু যানজট সিরাজগঞ্জের মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর