ঢাকা: বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পেঁয়াজ আমদানিতে শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্ক মওকুফ করেছে এনবিআর। অন্যদিকে চিনির ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
জানা গেছে, পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। এর মধ্যে পাঁচ শতাংশ আমদানি শুল্ক এবং পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। প্রজ্ঞাপনে পেঁয়াজ আমদানিতে প্রযোজ্য শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পেঁয়াজের শুল্ক প্রত্যাহার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আর চিনির ওপর শুল্ক কমানোর আদেশ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৭ জানুয়ারি দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এনবিআর। বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে ব্যাপকভাবে। এ পরিস্থিতিতে সরবরাহ সংকট কাটাতে পেঁয়াজ আমদানি থেকে শুল্ক প্রত্যাহার করা হলো।
অন্যদিকে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে চিনির দামও গত কিছুদিনে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সে কারণেই চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক কমানো হলো।