সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য: মেয়র হাছিনা গাজী
১৪ অক্টোবর ২০২১ ২২:১৫
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘বাংলাদেশে নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের সুমহান ঐতিহ্য। বাংলাদেশের মানুষ অনেক বেশি ধর্মপরায়ণ বলে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল। প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করলেও উৎসবের আনন্দ সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে।’
দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দীঘিবরাবো ও আড়িয়াবো এলাকার ৩টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দিতে পারবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অন্যান্য ধর্মালম্বীরা বাংলাদেশে ভালো অবস্থানে রয়েছেন। বিভিন্ন সময় স্বার্থান্বেষি মহল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে নস্যাৎ করতে চায়। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, তারাবো পৌরসভার কাউন্সিলর মাহফুজা আকতার ও জোসনা বেগম, আওয়ামী লীগ নেতা মোলজার হোসেন ও শফিকুল ইসলাম মনিরসহ অনেকে।
সারাবাংলা/এমও