Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ১৮:১৬

সুনামগঞ্জ: জেলার আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। কুমিল্লার ঘটনায় যেই জড়িত হোক তাকে আইনের আওতায় আনা হবে। আপনারা যাই করেন, কোনো অবস্থায় যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, ইমাম মোয়াজ্জেম পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ আলীয়া মাদরাসার প্রিন্সিপাল আলিনুর হোসেন।

শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় সুনামগঞ্জের আলেম-ওলামা এবং ধর্মীয় নেতারা অংশ নেন।

সারাবাংলা/এমও

ধর্মীয় নেতা প্রশাসনের সভা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর