Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপের মুখে কপ-২৬ এ যোগ দিচ্ছেন স্কট মরিসন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২১ ১৮:২৭

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন | ইন্টারনেট

চলতি মাসের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। কয়েক সপ্তাহ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর অবশেষে ওই বৈশ্বিক সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এর আগের মাসে, কপ-২৬ সম্মেলন বয়কটের ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের কর্মীদের সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ নিয়ে কূটনৈতিক বিরক্তিও প্রকাশ করে যুক্তরাজ্য। স্কট মরিসনের মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রিন্স চার্লস।

বিজ্ঞাপন

এদিকে, কয়লা এবং গ্যাসের বড় উৎপাদক অস্ট্রেলিয়া। জলবায়ু ইস্যুতে জোরালো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চাপে রয়েছে দেশটি।

অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়ার জলবায়ু নীতি এবং কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে বিশ্বে সবচেয়ে পিছিয়ে রয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, গ্লাসগো সম্মেলনের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে তিনি অবশ্যই উপস্থিত থাকেন।

প্রসঙ্গত, স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ২৬ সম্মেলন। ২০১৫ সালের প্যারিস সম্মেলনের পর এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন।

সারাবাংলা/একেএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কপ-২৬ জলবায়ু সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর