Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাপনায় পণ্যমূল্য নির্ধারণের দাবি

সারাবাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২১ ১৮:৪৭

ঢাকা: উৎপাদন-বণ্টন ও ভোক্তাদের প্রতিনিধিত্বমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের পাশাপাশি বাজার পর্যবেক্ষণ করার দাবি জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ।

শুক্রবার (১৫ অক্টোবর) অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- করোনায় পর্যুদস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতি সপ্তাহে, প্রতিদিনে এমনকি প্রতি ঘণ্টায় নিত্য প্রয়োজনীয় পণ্যের, খাদ্যের বাজার মূল্যের উঠানামা থেকে বোঝা যায় এর পেছনে একটি মধ্যসত্তভোগী গোষ্ঠীর অসাধু মুনাফা অর্জনের চেষ্টা কাজ করছে।

বিজ্ঞাপন

আমরা মনে করি দেশের উৎপাদন বণ্টন ও বিপণন ব্যবস্থাপনায় উৎপাদক, বণ্টনকারী ও ভোক্তাদের নির্বাচিত প্রতিনিধি না থাকায় পণ্যের বাজার মূল্যের এমন ঊর্ধ্বগতি। অথচ এই অতিরিক্ত মূল্যের সামান্য অংশও একজন উৎপাদক পায় না। কেননা বাজার ব্যবস্থাপনায় উৎপাদনকারীর কোনো প্রতিনিধি নেই। একইসঙ্গে প্রতিনিধি না থাকায় বাজার ব্যবস্থাপনায় চেপে বসা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা।

আমরা মনে করি, উৎপাদনকারী, বণ্টনকারী ও ভোক্তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে। যে ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণে উৎপাদক, বণ্টনকারী ও ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং পণ্যের যৌক্তিক বাজার মূল্য নির্ধারণের পাশাপাশি নিয়মিত বাজার পর্যবেক্ষণ হবে। পাশাপাশি দেশ পরিচালনায় ও নীতি নির্ধারণে উৎপাদনকারী, বন্টনকারী ও ভোক্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষর করেন অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের প্রধান সমন্বয়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও প্রকাশক মেজবাহ উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মো. মোশারফ হোসেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ আউয়াল, সামাজিক শক্তির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাভা মেহজাবিন রহমান, সংস্কৃতি কর্মী সাকিল সৈকত, ইঞ্জিনিয়ার রায়হান তানভীর, ব্যারিস্টার গোলাম আইয়ুব অভ্র, অয়ন আমান।

সারাবাংলা/একে

নিত্যপণ্য পণ্যমূল্য বাজারদর

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর