ছত্তিশগড়ের পূজামণ্ডপে বেপরোয়া গাড়ি, ১ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২১ ১৯:২৪
১৫ অক্টোবর ২০২১ ১৯:২৪
ভারতের ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলার একটি পূজামণ্ডপে বেপরোয়া গাড়ির চাপায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
এনডিটিভি জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে দুই জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তারা মধ্য প্রদেশ থেকে গাড়ি চালিয়ে ছত্তিশগড় পার হচ্ছিলেন।
এদিকে, পূজামণ্ডপে হতাহতের ব্যাপারে গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একইসঙ্গে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
এর আগে, ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় কৃষকদের সমাবেশের ওপর গাড়ি চালিয়ে পাঁচ জনকে হত্যার অভিযোগ ওঠে এক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। মৃতদের মধ্যে চার কৃষক এবং এক সাংবাদিক রয়েছেন।
সারাবাংলা/একেএম