Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিতর্কিতদের যারা দলে ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ২১:৩৪

জাহাঙ্গীর কবির নানক | ফাইল ছবি

ঢাকা: যারাই বিতর্কিতদের পরিচয় গোপন করে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সম্প্রতি কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, মন্দিরে হামলায় জড়িত আসামিদের মনোনয়ন বিষয়ে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ৯/এ নিজ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অভিযুক্ত দুই আসামির মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অবশ্যই শঙ্কার বিষয়। তবে সু স্পষ্ট কথা হলো— আমার যে, আমাদের মনোনয়নের ব্যাপারে কতগুলো স্তর পার করে চূড়ান্তভাবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে আছে। কাজেই এদেরকে যারা চিহ্নিত করেনি, অথবা এদের পরিচয় যারা গোপন রেখেছে, যে স্তরে বা সংগঠনের যে পর্যায়ে এটি হাইড করেছে বা গোপন করেছে এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আসা বিভিন্ন সংবাদে এটিই প্রমাণ করে এরা ঢুকে পড়েছে। শুধু ঢুকেই পড়েনি, এরা বিভিন্ন নেতাদের কাঁধে সওয়ার হয়েছে। কাজেই যে নেতার কাঁধে সওয়ার হয়েছে সে নেতাকে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়া উচিত। অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যেন আর কেউ এই অপকর্ম না করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি শান্তির এবং সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশে বেশ কিছুদিন যাবত ই বিএনপি-জামায়াত তর্জন-গর্জন দিচ্ছিল, যে ঢাকা দখলের কথা বলেছিল এবং আন্দোলন-হুমকির কথা বলেছিল। অর্থাৎ দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য তাদের যে অভিপ্রায় ছিল, সেই অভিপ্রায় থেকে তারা বাঙালির একটি ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে তারা ব্যবহার করে।’

বিজ্ঞাপন

নানক বলেন, ‘একটি পবিত্র কোরআন শরিফ একটি মূর্তির নিচে রাখার কোনো যৌক্তিক কারণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কোরআন শরীফ রেখে কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের কয়েকটি এলাকায় তারা হিন্দু সমাজের ওপর হামলা করলো, মূর্তি ভাঙচুর করল। এটি একটি সুগভীর উগ্র, ধর্মীয় উগ্রবাদী, মৌলবাদীদের ষড়যন্ত্র। দেশকে অচল পরিস্থিতি তৈরি করা। আমি বিশ্বাস করি যে, দেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষেরা এর নিন্দা জানায়, ঘৃণা জানায়, প্রতিবাদ করে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব যখন আছে তখন দেশে অন্যায় করে কেউ পার পাবে না।’

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ নানক রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর