Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে ৮ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২১ ২৩:০৯

ইলাস্ট্রেশন | দ্য স্কটসম্যান

পূর্ণ ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের জন্য ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে, ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়।

যে কারণে বেশিরভাগ বিদেশি যারা অন্তত ১৪ দিন যুক্তরাজ্যসহ বহু ইউরোপীয় দেশের পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান কিংবা ব্রাজিলে অবস্থান করেছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

নতুন এই নির্দেশনা কার্যকর হলে পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া বিদেশি নাগরিক, ভ্রমণের ৭২ ঘন্টা আগে কোভিড টেস্টে নেগেটিভ হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন।

বিশ্বের অনেক দেশই করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা বেশ আগেই শিথিল করেছে। যুক্তরাষ্ট্র সেদিক থেকে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিলো। এর ফলে অন্তত ৩৩ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে।

প্রথমবারের মতো বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে চীন থেকে আগতদের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল পর্যায়ক্রমে সেই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়।

সারাবাংলা/একেএম

টপ নিউজ যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর