Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই মোহনগঞ্জ-সুনামগঞ্জ রেল যোগাযোগ: মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ২৩:৪০

মোহনগঞ্জে রেলমন্ত্রী

নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত শিগগিরই এলিভেটেড রেল চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। হাওরের পরিবেশের ক্ষতি না করেই এই এলিভেটেড রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্ম নির্মাণকাজ উদ্বোধন করতে গিয়ে এ কথা জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ইঞ্জিন আছে, বিদেশ থেকে কোচ আসলেই মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে। এতে করে সিলেট-সুনামগঞ্জের মানুষ মোহনগঞ্জ হয়ে দ্রুত ঢাকা পৌঁছাতে পারবেন।’

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান (প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব) সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিবুর রহমান রতনসহ অন্যান্যরা।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর