নাটোর: নলডাঙ্গার মোমিনপুরে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মোমিনপুর গ্রামের আব্দুর রাজ্জাক শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বাজার থেকে বাড়ি ফেরেন। রাত ১২টার দিকে স্থানীয়রা তার মৃত্যুর খবর জানায় পুলিশকে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমাকে আটক করা হয়েছে।