শেবাচিম’র করোনা ওয়ার্ডে মৃত্যু ২, চিকিৎসাধীন ২৫
১৬ অক্টোবর ২০২১ ১৪:৪৭
বরিশাল: জেলার শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনাভাইরাস (কোভিড-১৯) ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। এর আগের ৭২ ঘণ্টায় চিকিৎসাধীন কোনো রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে।
গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় একজন, সোমবার একজন, রোববার একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে শনিবার সকাল পর্যন্ত এ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন রোগী। গত শুক্রবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে মেডিকেলে কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ১ দশমিক ২২ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩১৭ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এনএস