Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার চিত্তরঞ্জনের মুক্তি চায় ৩০ সংগঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৫:০৬

ঢাকা: শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের দফতর সম্পাদক যাদব কুমার দাস বলেন, বরদেশ্বরী কালি মন্দিরের সভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছে। উনার জামিন ষড়যন্ত্রমূলকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উনি মামলায় জামিন পেয়েছেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন, কিন্তু পরবর্তী শুনানিতে উনার জামিন প্রত্যাহার করেছেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেন এক নারী সাংবাদিক। সেই মামলার প্রেক্ষিতেই এখন কারাগারে চিত্তরঞ্জন। দক্ষিণের এই কাউন্সিলর ওই নারীকে হেনস্তা করেন এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

সারাবাংলা/ইএইচটি/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর