Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশের ২৮০ বিচারককে মেডিয়েশন সনদ দেবেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৬:৫২

ঢাকা: মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সারাদেশের ২৮০ জন বিচারককে আগামী ২৩ অক্টোবর সনদ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের সনদ দেওয়া হবে।

শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাডওয়ার্ড প্রাপ্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান আইনজীবী এস এন গোস্বামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনদ প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, জাতিসংঘের অম্বুডসম্যান ড. কেভিন বেরি ব্রাউন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির, সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার ও বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর্স ফোরামের চেয়ারম্যান জর্জ যিশু ফিদা ভিক্টর।

করোনাকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) সহযোগিতায় কয়েক ধাপে অধস্তন আদালতের বিচারকদের মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সারাদেশের বাছাই করা মোট ২৮০ জন বিচারক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলসহ আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর