Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ১৮:৫৫

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ায় মোট করোনায় প্রাণ হারালেন দুই লাখ ২১ হাজার ৩১৩ জন।

এক দিনে দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ হাজার ১২৬ জন। সেখানে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ২৫ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৯৬৬ জন। এর মধ্যে দিয়ে সেখানে ক্রোনায় আক্রান্ত শনাক্ত হলো চার কোটি ৫৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। এক দিনে এক হাজার ৭০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৪৩ হাজার ৮৮০ জনে।

ব্রাজিলে করোনায় মৃত্যু সংখ্যা ছয় লাখ দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এক দিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫২৬ জন।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ মানুষ। এক দিনে বিশ্বে ৪ লাখ ৩৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে ছয় হাজার ৯৭০ জন। বিশ্বে মোট করোনায় প্রাণ হারিয়েছে ৪৯ লাখ ৪ হাজার মানুষ।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর