Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৮:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে পূজামণ্ডপে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশের দায়ের করা ওই মামলায় ৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অন্তঃত ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানিয়েছেন, পুলিশের ওপর হামলা, ধর্মীয় উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে পুলিশের অভিযানে আটক হওয়া কয়েকজনসহ ৮৩ জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর আন্দরকিল্লায় মসজিদে জুমা’র নামাজ শেষে কুমিল্লায় কথিত কুরআন অবমাননার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেন মুসল্লীরা। মিছিল আন্দরকিল্লা থেকে জামালখানের দিকে যাবার সময় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হল পূজামণ্ডপে একদল মুসল্লী হামলা চালায়। ঘটনার পর পুলিশ আশপাশের এলাকা থেকে অন্তঃত ৫০ জনকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, হামলায় অংশ নেওয়াদের অধিকাংশই নগরীর টেরিবাজারে কাপড়ের মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী এবং নগরীর খলিফাপট্টি এলাকার বাসিন্দা। টেরিবাজারের মার্কেটের অধিকাংশ দোকান মালিক ও কর্মচারী জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে হামলার পর পূজার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নগরীর আন্দরকিল্লায় অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সেখানে উপস্থিত হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শনিবার আধাবেলা হরতাল আহ্বান করেন। শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে হরতাল পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

পূজামণ্ডপে হামলা মামলা হামলার ঘটনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর