Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৯:০৬

বেনাপোল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্দর বন্ধ ছিল।

বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, পূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে বাণিজ্য। আমদানি-রফতানি বন্ধের এ ৪ দিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বলেন, ‘দুর্গাপূজার ছুটিতে বেনাপোল বন্দরে বাণিজ্য ৪দিন বন্ধ ছিল। এসময় কোনো পণ্য আমদানি হয়নি। শনিবার ছুটি শেষে আবারো দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগ দিয়েছে। ব্যবসায়ীরা যেন বন্দর থেকে আমদানি-রফতানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি ছুটি বেনাপোল বেনাপোল বন্দর


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর