Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহাত্তরের সংবিধান পুনর্বহাল চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ১৫:৪৬

ঢাকা: বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানবন্ধন থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, সকল ধরনের মাদ্রাসায় নিয়মিত জাতীয় সংগীত বাজানো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার নির্মাণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো বাধ্যতামূলক করা, সামরিক শাসক জিয়া ও এরশাদের মরণোত্তর বিচার করাসহ সহ সর্বমোট ছয়টি দাবি উত্থাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘২০০১ সালে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ছয় শতাধিক সংখ্যালঘু পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছিল, আহত হয়েছিল ৩০ হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ। ১২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছিল। সংঘবদ্ধভাবে হামলা, নির্যাতন, লুটতরাজে নিঃস্ব হয়েছিল লক্ষাধিক হিন্দু পরিবার।’

গোবিন্দ চন্দ্র বলেন, ‘গত বছর ভাস্কর্য ইস্যুতেও বিএনপি-জামায়াত ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। দেশের জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। আমরা বিশ্বাস করি, অতীতের ন্যায় আবারও জনগণ বিএনপি-জামাতকে রাজপথে সমুচিত জবাব দেবে।’

বিজ্ঞাপন

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত উপড়ে ফেলবে মুক্তিযুদ্ধ মঞ্চ। শুধুমাত্র স্বাধীনতাবিরোধী অপশক্তিরাই বিরোধিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে।’

বিএনপি-জামায়াতে ইসলাম ধর্মের লেবাস পরে প্রতিনিয়ত ইসলাম পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দেশবাসীর বিবেকের নিকট প্রশ্ন- বিএনপি জামায়াত কী সত্যিই ইসলামের চর্চা করে? এরা প্রকৃতপক্ষে আবু জেহেলের অনুসারী অভিশপ্ত গোষ্ঠী। কারণ সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাত ইসলাম ধর্মের লেবাস পরে প্রতিনিয়ত ইসলাম পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে। এদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

মানববন্ধন শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ পর্যন্ত ‘সম্প্রীতির মিছিল’ করে মঞ্চের নেতাকর্মীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফেজ মাওলানা আবুল হোসেন মোল্লা, ভাস্কর শিল্পী রাশা, সংগঠনের সহ-সভাপতি শাহীন মাতবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদসহ অন্যরা।

সারাবাংলা/আরআইআর/একে

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ বাহাত্তরের সংবিধান সংবিধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর