পান্থপথে হোটেলে বিস্ফোরণের ঘটনায় নারী জঙ্গি গ্রেফতার
৫ এপ্রিল ২০১৮ ২০:০৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৭:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর পান্থপথে হোটেল ওলিও-তে বিস্ফোরণের ঘটনায় হোমায়রা ওরফে নাবিলা নামে এক নারী জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মুহিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বুধবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে হোমায়রাকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালের ১৫ আগষ্ট পান্থপথের হোটেলটিতে বিস্ফোরণের ঘটনায় হোমায়রা অর্থ যোগানদাতা ছিলেন বলে অভিযোগ রয়েছে।’
কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা গেছে, নব্য জেএমবির সিস্টার উইংয়ের দায়িত্বে ছিলেন হোমায়রা। তার স্বামী তানভির ইয়াসির করিমও জঙ্গিবাদের সাথে যুক্ত ছিলেন। তানভিরকে গত বছরের ১৯ নভেম্বর গুলশান থেকে গ্রেফতার করা হয়। এখন তিনি কারাগারে রয়েছেন। হোমায়রা ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে হোমায়রা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হন। তার বাবা হাতিরপুলের মোতালেব প্লাজার মালিক জাকির হোসেন। পারিবারিক সূত্রে অনেক টাকা-পয়সা থাকায় জঙ্গিবাদে সেই টাকা ব্যয় করতে শুরু করেন হোমায়রা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে হামলা চালানো উদ্দেশ্যে জঙ্গিরা পান্থপথের হোটেল ওলিওতে অবস্থান নেয়। গোপনীয় সূত্রে খবর পেয়ে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান চালালে সাইফুল ইসলাম নামে এক জঙ্গি আত্মঘাতি হামলা চালায়। এ ঘটনার পর নব্য জেএমবির হাল ধরে হোমায়রা। এরপর থেকেই হোমায়রাকে খুঁজছিলেন গোয়েন্দারা।
সারাবাংলা/ইউজে/এমআই