Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ২১:৫১

ঢাকা: ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এই পরীক্ষায় এবার ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন উত্তীর্ণ হয়েছেন।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এনটিআরসিএ’র ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন প্রার্থীরা।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৩৯৮ প্রার্থী উত্তীর্ণ হন।

সারাবাংলা/টিএস/এমও

১৬তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল শিক্ষক নিবন্ধন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর