Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী আয় বিতরণে যমুনা ব্যাংক ও বিকাশের চুক্তি


১৮ অক্টোবর ২০২১ ১৭:০৪

যমুনা ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তিপত্র হস্তান্তর

ঢাকা: যমুনা ব্যাংক ও বিকাশের মধ্যে প্রবাসী আয় বিতরণের লক্ষ্যে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার ফজলে কাইয়ুম, এনআরবি ব্যাংকিং অ্যান্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. আব্দুস সোবহান এবং বিকাশের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস যায়েদ আমীনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে শিগগিরই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আরও সুবিধা নিয়ে চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজগুলো থেকে পাঠানো রেমিট্যান্স সুবিধাভোগীর বিকাশ অ্যাকাউন্টে সহজে ও দ্রুত পাঠানো সম্ভব হবে।

ব্যাংক ও বিকাশের চুক্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর