বাংলাদেশের মানবিক সহায়তা ব্যবস্থা প্রশংসিত
১৮ অক্টোবর ২০২১ ১৯:২২
ঢাকা: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, কোভিড-১৯ মহামারি এবং বছরের অন্যান্য সময়ে চলমান দুর্যোগে বাংলাদেশের মানবিক সহায়তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ‘দক্ষিণ এশিয়ায় মানবিক সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে বাংলাদেশের মানবিক সহায়তা ব্যবস্থা প্রশংসিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ৫ম কংগ্রেসে প্রি-ইভেন্ট হিসেবে এ ওয়েবিনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা এবং যুক্তরাজ্যের বক্তারা বক্তব্য দেন। বাংলাদেশের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন দেশের মানবিক সহায়তা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। একইসঙ্গে কোভিড-১৯ মহামারিতে দেশের জনগণকে নগদ টাকা ও মানবিক সহায়তার বিষয়টিও প্রশংসিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সন্ধান, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় ওঠে আসে।
ত্রাণ সচিব বলেন, ‘স্বাধীনতার অব্যবহিত পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালীকরণের লক্ষ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। যারই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।’
এতে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য ড. কৃষ্ণ বৎস, শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সুধান্ত রানাঘিংথে, ভারতের অল ইন্ডিয়া ডিজাস্টার মিটিগেশন ইনস্টিটিউটের ডাইরেক্টর মিহির ভাট এবং লন্ডনের হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যান্ড ক্লাইমেন্ট চেঞ্জের প্রিন্সিপাল পল নক্স ক্লার্ক বক্তব্য দেন।
সারাবাংলা/জেআর/এমও