সচিব পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শফিকুল ও র্যাব প্রধান মামুন
১৮ অক্টোবর ২০২১ ১৯:৫৬
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরকার জাতীয় বেতন স্কেলে গ্রেড-১ তথা সচিব পদমর্যাদা দিয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের এই দুই কর্মকর্তা গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পেতেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখা থেকে সোমবার (১৮ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার গ্রেড পরিবর্তনের আদেশ জারি করা হয়েছে। উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনে সই করেছেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক র্যাংকধারী দুই কর্মকর্তা ডিএমপি কমিশনার ও র্যাব প্রধান সরকারি বেতন স্কেলের গ্রেড-২ অনুযায়ী মূল বেতন পেতেন ৬৬ হাজার টাকা। এখন গ্রেড-১-এ উন্নীত হওয়ায় তাদের মূল বেতন বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার টাকায়। তবে বেতন বাড়লেও তাদের আগের পদে পরিবর্তন আসবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১-এর দুইটি অস্থায়ী সুপারনিউমারী পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এই দুই কর্মকর্তার অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদ দুইটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।
পদ দুইটি বিলুপ্ত হওয়ামাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অবশ্যই অবহিত করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আরোপিত সব শর্ত প্রতিপালন ও অন্যান্য বিধি অনুযায়ী সব ধরনের আনুষ্ঠানিকতাও অবশ্যই পালন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা পেয়ে থাকেন। তিনি মূলত বেতন পান ৮২ হাজার টাকা।
সারাবাংলা/ইউজে/টিআর
ডিএমপি কমিশনার বেতন স্কেল গ্রেড-১ র্যাব প্রধান সচিব পদমর্যাদা