Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যালেন্স ট্রান্সফারের মাশুল ১০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১২:০৬

ঢাকা: ইন্টারনেট বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অন্য ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে এখন থেকে গ্রাহককে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা মাশুল দিতে হবে।ব্যাংকগুলো এখন গ্রাহকদের কাছ থেকে এই মাশুল আদায় করবে।

এর পাশাপাশি এটিএম ও পয়েন্ট অব সেলস থেকে অর্থ উত্তোলনসহ নানা মাশুল নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (পিএসডি সার্কুলার নং: ১০/২০২১) জারি করে দেশের সব তফসিলী ব্যাংক, প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা/মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার/ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার/ পেমেন্ট সিস্টেম অপারেটরদের কাছে পাঠানো হয়েছে।

অটোমেটেড টেলার মেশিন (ATM)

১) NPSB এর আওতায় একটি ব্যাংকের গ্রাহক ভিন্ন ব্যাংকের এটিএম (ATM) ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), স্থিতি অনুসন্ধানের জন্য সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ক্ষুদে বিবরণীর জন্য সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), তহবিল স্থানান্তরের জন্য সর্বোচ্চ ১০.০০ (দশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং নগদ অর্থজমার জন্য সর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত); এই চার্জকার্ডইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান এ্যকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠানকে প্রদান করবে।

২) নগদ অর্থ উত্তোলন ব্যতীত উপরোক্ত ১ নং ক্রমিকে বর্ণিত অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জবাবদ উল্লিখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে; তবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৫ (পনের) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে।

পয়েন্ট অব সেল (POS)

১) এনপিএসবি (NPSB) এর আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের POS ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট- এর ক্ষেত্রে এ্যাকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠান মার্চেন্ট হতে মোট লেনদেনের অন্যূন ১.৬% (এক দশমিক ছয় শতাংশ) Merchant Discount Rate (MDR) বাবদ আদায় করবে, যার মধ্য হতে Interchange Reimbursement Fee (IRF) বাবদ ১.১% (এক দশমিক এক শতাংশ) কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠানকে প্রদান করবে।

২) উপরোক্ত ১ নং ক্রমিকে বর্ণিত লেনদেনের ক্ষেত্রে IPS- সমূহের নেটওয়ার্কব্যবহৃত হলে কার্ডের ধরনভেদে IRF বাবদ উল্লিখিত চার্জের অতিরিক্ত ০.২% (শূন্য দশমিক দুই শতাংশ) হারে ফি ধার্য করতে পারবে।

৩) দেশের অভ্যন্তরে POS ব্যবহার করে নগদ অর্থউত্তোলনের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জসর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হলো, যা গ্রাহকের কাছ থেকে আদায়যোগ্য; এই চার্জ কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠানকে প্রদান করবে।

৪) উপরোক্ত ১ নং ক্রমিকে বর্ণিত ফি/ সার্ভিস চার্জ কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না; বিষয়টি অ্যাকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠান নিশ্চিত করবে।

ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT)

এনপিএসবি (NPSB) এর আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ১০.০০ (দশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হলো; যা অরিজিনেটিং ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।

বাংলা QR

১) দেশের অভ্যন্তরে Not “On-us” Bangla QR লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিক রিটেইল হিসাবে মার্চেন্ট (Micro Merchant) পেমেন্ট- এর জন্য এ্যকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠান মার্চেন্ট হতে মোট লেনদেনের অন্যূন ০.৭% (শূন্য দশমিক সাত শতাংশ) Merchant Discount Rate (MDR) আদায় করবে, যার মধ্য হতে ০.৪% (শূন্য দশমিক চার শতাংশ) Interchange Reimbursement Fee (IRF) বাবদ কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠানকে প্রদান করবে।

২) দেশের অভ্যন্তরে Not ‘On-us’ Bangla QR লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিক রিটেইল হিসাব ব্যতীত অন্যান্য মার্চেন্ট পেমেন্ট- এর জন্য অন্যূন ১.৬% (এক দশমিক ছয় শতাংশ) Merchant Discount Rate (MDR) বাবদ আদায় করবে, যার মধ্য হতে Interchange Reimbursement Fee (IRF) বাবদ ১.১% (এক দশমিক এক শতাংশ) কার্ড ইস্যুয়িং ব্যাংক/ প্রতিষ্ঠানকে প্রদান করবে।

সরকারি চালান

১) কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে Merchant Category Code (MCC)-9211 (Court costs including alimony and child support), MCC-9222 (Fines), MCC-9311 (Tax payments)-এ প্রদেয় পরিষেবাসমূহ ব্যতীত অন্যান্য সরকারি পরিষেবার বিপরীতে চালান পরিশোধের ক্ষেত্রে MCC-9399 ব্যবহৃত হবে এবং MCC-9399 এর বিপরীতে কোনো চার্জ ব্যাক প্রযোজ্য হবে না।

২) MCC-9399 এর বিপরীতে সংঘটিত কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত কার্ডের জন্য ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে এ্যকোয়ারিং ব্যাংক/ প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করবে, যার মধ্যে ৫ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) কার্ড ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠানকে প্রদান করবে। ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকার ঊর্ধ্বে এ জাতীয় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রচলিত ফি/চার্জ প্রযোজ্য হবে।

সারাবাংলা/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর