ওয়ারীতে বন্দুকযুদ্ধে নিহত ১
৬ এপ্রিল ২০১৮ ০৮:৫৪ | আপডেট: ৬ এপ্রিল ২০১৮ ০৮:৫৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ওয়ারী টয়েনবী সার্কুলার রোডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে ওই যুবক ডাকাত দলের সদস্য। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি চাপাতি, দুইটি ছোরা ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন, ওয়ারী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম (৪০) ও কনস্টেবল জুয়েল (৩৮)। তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, রাতে ওয়ারী টয়েনবী সার্কুলার রোড এলাকায় একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।
তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক যুবক গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে ওই যুবককে ভোর ৪টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিএম