Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৬:১৮

ঢাকা: দেশব্যাপী বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপে হামলের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষিক সমিতি। মানববন্ধন থেকে তারা হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো’ শীর্ষক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সঙ্গে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকরাও।

বিজ্ঞাপন

সাম্প্রদায়িক হামলার ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক উল্লেখ করে মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক একটি দেশে মাঝে-মাঝেই সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তারা এমন সব ঘটনা ঘটায়, যা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা যে সম্প্রীতির বন্ধনে থাকি তা বিনষ্ট করে। এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

মানবন্ধন থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে এসব ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের দল সাদা দলের আহ্বায়ক ড. লুৎফর রহমান বলেন, ‘স্বাধীনতার পর ৫০ বছর পেরিয়ে গেছে। অথচ এখনও আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে দাঁড়াতে হচ্ছে। এসব ব্যর্থতার দায় যাদের উপর বর্তায়, তাদের এই দায় নিতে হবে।’

সর্ষের ভেতর ভূত রয়েছে উল্লেখ করে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, ‘সর্ষের মধ্যে ভূত রয়েছে। এই সর্ষে হচ্ছে রাজনীতি ও অর্থনীতি। এই ঘটনার পরও এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। এখনও ধ্বংসস্তুপ রয়েছে সেখানে। এটি অত্যন্ত দুঃখজনক। যা কিছু হয়েছে, তা যেন আর না ঘটে। এই ঘটনার দ্রুত বিচার করতে হবে, দোষীদের আইনের আওতায় আনতে হবে। যা কিছু ঘটছে, তা অশনিসংকেত।’

বিজ্ঞাপন

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছামাদ, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, নীল দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রহিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

সাম্প্রদায়িক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর