Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক দফায় সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৭:২১

ঢাকা : আরেক দফায় বাড়ল সব ধরনের সয়াবিন তেলের দাম। আগামীকাল ২০ অক্টোবর থেকে দেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৭ টাকা বাড়নো হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকেব পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল হয়েছে ১৬০ টাকা, যা আগে ছিল ১৫৩ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা। যা আগে ছিল ১২৯ টাকা। আগামীকাল বুধবার (২০ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম ওয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আরেক দফা বাড়ছে সয়াবিন তেলের দাম

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম অনুযাযী প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে দাম ১৩৪ টাকা, পরিবেশক মূল্য ১৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৩৬ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিলগেটে ১৫০ টাকা, পরিবেশক মূল্য ১৫৪ টাকা ও খুচরা পর্যায়ে ১৬০ টাকায় বিক্রি হবে। এ ছাড়াও প্রতি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৭২০ টাকা, পরিবেশক মূল্য ৭৪০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৬০ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে পাম তেল প্রতি লিটার মিলগেটে ১১৬ টাকা, পরিবেশক মূল্য ১১৭ ও খুচরা পর্যায়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতকৃত তেলের ওপর কার্যকর হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/একে

তেলের দাম বাড়ল সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর