পায়ুপথে বেরিয়ে এলো ২০০০ ইয়াবা!
১৯ অক্টোবর ২০২১ ১৮:১০
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটে ২ হাজার পিচ ইয়াবাসহ স্বপন মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে সেই ইয়াবাগুলো পায়ুপথে বের করে আনা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেফতার স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। সে দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার সন্তান।
মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত ৮টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করতে দেখে স্বপন মিয়াকে আটক করে এপিবিএন সদস্যরা। এরপর জিজ্ঞাসাবাদে সে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিল। পরে অবশ্য স্বীকার করে যে, তার পেটে দুই হাজার পিস ইয়াবা রয়েছে। এই তথ্য পাওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে পাকস্থলীতে ইয়াবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরে পায়ুপথ দিয়ে ইয়াবাগুলো বের করে দেয় স্বপন। ৪০টি ক্যাপসুলের মধ্যে সে ইয়াবাগুলো পেটে বহন করছিল।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
সারাবাংলা/এসজেড/পিটিএম