Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৮:১৭

ফাইল ছবি

ঢাকা: রংপুরের পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় ১০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের ২০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার (১৮ অক্টোবর) এ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি খাবারের প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট ৮টি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।

মঞ্জুরীকৃত ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/জেআর/এনএস

ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ পীরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর