Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

চবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৯:৩৫

চবি শিক্ষক সমিতির মানববন্ধন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘরে হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে এই কর্মসূচি পালন করেন চবি শিক্ষকরা। এ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

সমাবেশে মার্কেটিং বিভাগের অধ্যাপক সজীব কুমার ঘোষ বলেন, ‘আবহমান কাল ধরে বাঙালি জনগোষ্ঠী এই ভূমিতে বসবাস করে এসেছে। কালের বিবর্তনে আমরা কেউ হিন্দু ধর্ম গ্রহণ করেছি, কেউ মুসলিম মুসলিম ধর্ম, আবার কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। কিন্তু আমরা সবাই ভূমিপুত্র। তাহলে কেন ধর্মের নামে একটা গোষ্ঠীকে নির্যাতন করা হবে।’

অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘এদেশের হিন্দু , মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং সবার সমান অধিকার থাকবে। প্রত্যেকেরই ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার আছে। যা কিছু ঘটেছে তা অধর্ম। সংবিধান বিরোধী।’

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, ‘দেশে হিন্দু, মুসলিম ও বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকবে। এর মধ্যে কোনো এক অংশের উপর আঘাত আসলে তা আমরা মেনে নেব না।’

সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চাচলনায় চবি উপ-উপচার্য অধ্যাপক বেনু কুমার দে, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বাংলাদেশ অধ্যায়ন বিভাগের অধ্যাপক সেকান্দর চৌধুরী ও ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবাদ সমাবেশ মানবন্ধন শিক্ষক সমিতি হিন্দুদের বাড়িঘরে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর