Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় নিখোঁজ বাল্কহেড কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ২১:৫৫

মুন্সীগঞ্জ: লৌহজেং পদ্মা নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর সাঈদ গাজী (৫৫) নামে এক বাল্কহেড কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নদীর মাওয়া অংশে পদ্মা সেতুর ৩নং পিলারের কাছ থেকে তার লাশ উদ্ধার করে মাওয়া নৌ-পুলিশ।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নদীতে পরে নিখোঁজ হন তিনি। সাঈদ গাজী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, সোমবার সন্ধ্যায় আল-এহসান নামের বালুবাহী একটি বাল্কহেড নদীর মাওয়া অংশে নোঙ্গর করা ছিল। সাইদ গাজী ওই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ নোঙর রশি ছিড়ে গেলে বাল্কহেডে থাকা সাঈদ ছিটকে নদীতে গিয়ে পড়েন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

পদ্মা বাল্কহেড কর্মচারী মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর