সুনামগঞ্জে কোয়ারিতে কয়লা উত্তোলনের সময় কিশোর নিহত
২০ অক্টোবর ২০২১ ১৫:৪১
সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলায় কোয়ারিতে কয়লা উত্তোলন করতে গিয়ে জুনাইদ মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।
নিহত কিশোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের বড়ছড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত কিশোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া ভাঙার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে কয়লা উত্তোলন করতে যান কিশোর জুনাইদ।
কয়লা উত্তোলনের একপর্যায়ে কোয়ারির ওপরে থাকা চুনাপাথর খণ্ড (বড় চুনাপাথর খন্ড) ছিটকে তার ওপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জম্মত আলী সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এএম