কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে চিকিৎসকের অবহেলায় মারজানা আক্তার (৫) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মারজানা উপজেলার চর লটাখোলা গ্রামের মো.ইউনুসের মেয়ে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির পরিবার বলছে, মঙ্গলবার সন্ধ্যায় জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু মারজানাকে ভর্তি করে তার পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয়। কিছুক্ষণ পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিউলি আক্তারকে খুঁজতে থাকে মারজানার পরিবার। চিকিৎসককে না পেয়ে নার্সকে জানালে দায়িত্বে থাকা একজন নার্স মারজানাকে ঘুমের ওষুধ দেন। কিছুক্ষণ পর মারা যায় শিশুটি।
এ বিষয়ে জানতে ডা. শিউলি আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, তদন্ত কমিটির মাধ্যমে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার বিষয়ে খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে শিশুটির পরিবার ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।