প্রাপ্তবয়স্ক সবার জন্য ভ্যাকসিন নিবন্ধন উন্মুক্ত
২০ অক্টোবর ২০২১ ১৭:৫৮
ঢাকা: ১৮ বছর বা তার চেয়ে বেশি, তথা দেশের প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ উন্মুক্ত হয়েছে। এর আগে গত আগস্টে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য নিবন্ধনের সুযোগ চালু করা হলেও সেটি কেবল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এখন ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউই সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুরক্ষা প্ল্যাটফর্ম এখন প্রাপ্তবয়স্ক সবার জন্য উন্মুক্ত। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ এখন সুরক্ষায় গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে নিতে পারবেন।
বুধবার (২০ অক্টোবর) থেকেই সুরক্ষা প্ল্যাটফর্মটি প্রাপ্তবয়স্ক সবার জন্য উন্মুক্ত হয়েছে। এখন সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধনের জন্য ঢুকলে শুরুতেই নাগরিক নিবন্ধন ক্যাটাগরিতে ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন- ঢাকার শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের জন্য তথ্য দেওয়ার সময় শেষ
এ বছরের ৫ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসে বাংলাদেশে। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে পরীক্ষামূলকভাবে সেই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। এর আগেই বয়স্কদের অগ্রাধিকার দিয়ে ৪০ বছর ও তার বেশি বয়সীদের নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয় সুরক্ষা প্ল্যাটফর্ম।
পরে আরও বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে ৮ জুলাই ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় বয়সসীমা কমিয়ে ৩৫-এ নামিয়ে আনা হয়। সপ্তাহ দুয়েকপরই এই বয়সসীমা করা হয় ৩০। এর ১০ দিন পর ২৯ জুলাই ২৫ বছর বা তার বেশি বছর বয়সীদের জন্য সুরক্ষায় নিবন্ধন উন্মুক্ত করা হয়।
এর মধ্যেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার জন্য কেবল ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়েছিল। এবারে প্রাপ্তবয়স্ক যে কারও জন্যই উন্মুক্ত হলো সুরক্ষা প্ল্যাটফর্ম।
সরকার অবশ্য ১৮ বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হয় ১২০ শিক্ষার্থীকে। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) থেকে সরবরাহ করা তালিকা অনুযায়ী ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধনের সুযোগ চালু করেছে সরকার।
সারাবাংলা/এসবি/টিআর
১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন ভ্যাকসিন নিবন্ধন সুরক্ষা প্ল্যাটফর্ম সুরক্ষায় নিবন্ধন