Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ০০:১১

ঢাকা: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। সে কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বুধবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এতে দেখা যাচ্ছে, এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসছে। কিছুক্ষণ পর (প্রায় এক ঘণ্টা পর) দেখলাম তার হাতে কোরআন শরিফ নেই। হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাত ২টা ১০ মিনিটে কোরআন শরিফ নিয়ে মসজিদ থেকে বের হন। এরপর রাত ২টা ১১ মিনিটে রাস্তা পার হয়ে মন্দিরের দিকে রওনা হয়। তাকে গ্রেফতারে কাজ করা হচ্ছে।’

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইকবালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। শিগগিরই তাকে গ্রেফতার করে জনসম্মুখে আনা হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

কুমিল্লা

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর